১৮ই মার্চ থেকে বইমেলা

  25-01-2021 09:29PM

পিএনএস ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবছরের অমর একুশে বইমেলা ভার্চ্যুয়াল বা অনলাইনে হবার আলোচনা ছিল। কিন্তু সেই শঙ্কা পাশ কাটিয়ে আগের মতোই হবে বইমেলা। তা শুরু হচ্ছে ১৮ই মার্চ।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, আজ (সোমবার) প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি মিলেছে। আমরা ১৮ই মার্চ থেকে বইমেলা করব। আমাদের ইচ্ছা আছে ১৪ই এপ্রিল পয়লা বৈশাখ পর্যন্ত বইমেলার আয়োজন করা। এর মধ্যে যদি কোনো আপত্তি উঠে, তবে রমজান মাস শুরুর আগের দিন মেলার সমাপনী আয়োজন করব। প্রকাশকদের সঙ্গে আলোচনা করে কত দিন মেলা চলবে, সেটি ঠিক করা হবে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন