বিশ্বে বাংলা ভাষার অবস্থান সপ্তম: প্রতিমন্ত্রী

  21-02-2021 05:09PM

পিএনএ ডেস্ক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সারা পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান সপ্তম। ২০০০ সাল থেকে বিশ্বের ১৯৩টি দেশে আন্তর্জাতিকভাবে মাতৃভাষা দিবস পালিত হয়ে আসছে।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবিবার ১২টার দিকে মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি হয়েছে আমাদের মাতৃভাষার জন্য ত্যাগের কারণে। ভাষার জন্য আমাদের মতো কোনো জাতির ত্যাগ নেই।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সূতিকাগার যেমন মেহেরপুরের মুজিবনগর, তেমনি ভাষা আন্দোলনেও মেহেরপুরের অনেক ত্যাগ আছে।’

এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ, পিপি পল্লব ভট্টাচার্য, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলি প্রমুখ।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন