অভিজিৎ রায় স্মরণে মোমবাতি প্রজ্জ্বালন

  26-02-2021 08:31PM

পিএনএস ডেস্ক : ২০১৫ সালের আজকের দিনে হামলার শিকার হয়েছিলেন ব্লগার ও লেখক অভিজিৎ রায়। মোমবাতি প্রজ্জ্বালন তাঁকে স্মরণ করেছে প্রগতিশীল সংগঠনগুলো।

আজ শুক্রবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের গেটের পাশে যেখানে ২০১৫ সালের আজকের দিনে হামলার শিকার হয়েছিলেন সেখানেই এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির আওতায় লেখা হয়েছে ব্যানার। তাতে লেখা রয়েছে- অভিজিৎ রায়রা হারলে হারবে বাংলাদেশ।

অভিজিতের ভাই অনুজিৎ রায় এ সময় গণমাধ্যমকে বলেন, দেরিতে হলেও আমার ভাই হত্যার রায়টা হয়েছে। আমি চাই রায়টা যাতে অবিলম্বে কার্যকর হয়। তিনি বলেন, শুধু রায় কার্যকর করাটা যথেষ্ট না, আমি মনে করি পুলিশ প্রশাসনের দায়িত্ব আরো বেড়েছে। এ হত্যাকাণ্ডের মূল আসামি তাদের যেন গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। না হলে প্রতিশোধপরায়ণ হয়ে আমাদের পরিবারের জন্য হুমকি হয়ে উঠতে পারে। মূল যারা হোতা তাদের যেন দ্রুত গ্রেফতার করা হয় এবং রায় কার্যকর করা হয়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন