ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ড. কামালের

  28-02-2021 10:28PM

পিএনএস : ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন।

রোববার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

ড. কামাল হোসেন বলেন, কারাগারে থাকা অবস্থায় মুশতাক আহমেদের মৃত্যুতে দেশবাসীর সঙ্গে আমিও মর্মাহত এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত মুশতাকের জামিন না পাওয়া এবং সুস্থ মানুষটার হঠাৎ মৃত্যুতে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।

তিনি বলেন, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন নামের কালো আইনটি প্রত্যাহারেরও দাবি করছি। এই আইন বাতিল এবং ভোটাধিকারের দাবিতে জনগণকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন