তরঙ্গ নিলামে দিচ্ছে বিটিআরসি

  03-03-2021 10:16AM

পিএনএস ডেস্ক: দুই ব্যান্ডের অব্যবহৃত তরঙ্গ (স্পেকট্রাম) আগামী ৮ মার্চ নিলাম করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ নিলামে দেশের চারটি মোবাইল ফোন অপারেটর অংশ নিচ্ছে বলে জানিয়েছেন বিটিআরসির এক কর্মকর্তা। এ নিয়ে বিটিআরসি বিজ্ঞপ্তিও জারি করেছে।

কমিশনের স্পেকট্রাম বিভাগের কমিশনার এ কে এম শহীদুজ্জামান গণমাধ্যমকে বলেন, আগামী ৮ মার্চ হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ নিলামে দেশের চার মোবাইল অপারেটর অংশ নিচ্ছে। ১৮০০ মেগা হার্টজ ব্যান্ডে ৭ দশমিক ৪ মেগা হার্টজ তরঙ্গ মোট পাঁচটি ব্লকে নিলাম করা হবে।

এর মধ্যে দশমিক ৪৪ মেগা হাটর্জ তরঙ্গে দুটি, ২ দশমিক ২ মেগা হাটর্জ তরঙ্গে দুটি এবং ২ দশমিক ৪ মেগা হার্টজ তরঙ্গে একটি- মোট পাঁচটি ব্লকে এ নিলাম হবে।

নিলামের ভিত্তিমূল্য ২০১৮ সালের ভিত্তিমূল্য অনুযায়ী ৩১ মিলিয়ন ডলার রাখা হয়েছে বলে জানান শহীদুজ্জামান।

আর ২১০০ মেগা হার্টজ ব্যান্ডে ২০ মেগা হার্টজ ব্যবহারযোগ্য তরঙ্গ ৫ মেগা হার্টজ করে মোট চারটি ব্লকে নিলাম করা হবে। এর ভিত্তিমূল্য হবে ২০১৮ সালের নিলামের ভিত্তিমূল্য অনুযায়ী ২৭ মিলিয়ন ডলার।

নিলামের শর্ত অনুযায়ী, কোনো অপারেটর যদি ১৮০০ মেগা হার্টজ ব্যান্ডের নিলামে অংশ না নেয়, তাহলে তাকে ২১০০ মেগা হার্টজ ব্যান্ডের নিলামে অংশ নিতে দেওয়া হবে।

২০১৮ সালে দেশে ফোর-জি চালু করার জন্য তরঙ্গ নিলাম করে বিটিআরসি। নিলামে মোট ১১টি ব্লকে ৪৬ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ নিলামের জন্য ছিল।

এর মধ্যে তিনটি ব্লকে ১৫ দশমিক ৬ মেগাহার্টজ বিক্রি হয়। উচ্চমূল্যের কারণে বাকি ৬৭ শতাংশ তরঙ্গ অবিক্রিত থাকে বলে অপারেটরগুলোর ভাষ্য।

বিটিআরসির হিসেবে, টু জির ৯০০ মেগা হার্টজ ব্যান্ডে ৮ দশমিক ৪ মেগা হার্টজ; ১৮০০ মেগা হার্টজ ব্যান্ডে ১২ দশমিক ৪ মেগা হার্টজ এবং থ্রি জির ২১০০ মেগা হার্টজ ব্যান্ডে ২০ মেগা হার্টজ ব্যবহারযোগ্য তরঙ্গ রয়েছে।

তরঙ্গ নিলামের বিষয়ে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) কোন বক্তব্য পাওয়া যায়নি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন