‘বাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্প অনেক অর্জনকে ম্লান করে দিচ্ছে’

  04-03-2021 04:30PM

পিএনএস ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বলেছেন, বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প আমাদের দুর্ভাবনার একটি প্রকল্প। এ প্রকল্প অনেক অর্জনকে ম্লান করে দিচ্ছে। ২০১২ সালে শুরু হওয়া এ প্রকল্পের সড়ক ও জনপথ অধিদপ্তরে (সওজ) অংশের অগ্রগতি মাত্র ৩৫ শতাংশ।

কাদের এ ব্যর্থতা সম্মিলিত বলে মনে করেন। আজ বৃহস্পতিবার ওবায়দুল কাদের সড়ক ও জনপথ অধিদপ্তরে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন। তিনি সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে চলমান কাজগুলো মান সম্পন্নভাবে দ্রুত শেষ করার কঠোর নির্দেশ দেন।

এসময় তিনি দেশের যেসব এলাকায় নির্মাণাধীন সড়কের কাজ ঢিলেঢালা ভাবে চলছে, সেসব সড়ক দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি বর্ষার আগেই সারাদেশে চলমান সংস্কারকাজগুলো শেষ করতে নির্দেশ দেন।

পিএনএস/এএইচ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন