সাভারে দোকান খোলার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

  07-04-2021 05:21PM

পিএনএস ডেস্ক : লক ডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার দাবিতে দ্বিতীয় দিনের মতো বুধবার (৭ এপ্রিল) সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় ববসায়ীরা। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কে আধঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করে তারা।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে স্থানীয় ব্যবসায়ীরা বলেন, সাভার শিল্পাঞ্চলের সব পোশাক কারখানা চালু রয়েছে। এই অঞ্চলে লকডাউনের তেমন প্রভাব নেই। প্রায় সব কিছু স্বাভাবিক রয়েছে। তারা সাভারের বিপণিবিতান খুলে দেওয়ার দাবি করেন।

ব্যবসায়ীরা আরও বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হলে তাদের লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়তে হবে।

বিক্ষোভের খবরে সাভার মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) এএফএম সায়েদ বলেন, ব্যবসায়ীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন