মাত্র ১৬ দিনেই ১ লাখ রোগী শনাক্ত

  14-04-2021 09:43PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাস রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। যা এর আগে দেখা যায়নি। দেশে করোনা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭ লাখ ৩ হাজার ১৭০ জন রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে মাত্র ১৬ দিনেই (৩০ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত) ১ লাখ রোগী শনাক্ত হয়েছে।

এর আগে ১ লাখ রোগী শনাক্ত হতে সবচেয়ে কম সময় লেগেছিল ৩০ দিন, সেটা গত বছরের জুলাইয়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ঘেঁটে এমন চিত্র দেখা গেছে।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর তিন মাস পর ১৮ জুন শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ছাড়ায়। এর ঠিক এক মাস পর ১৮ জুলাই রোগীর সংখ্যা পৌঁছেছিল ২ লাখে।

এর পরের এক লাখ রোগী শনাক্ত হয় এক মাস ৯ দিনে, ২৬ অগাস্ট শনাক্ত রোগীর সংখ্যা ছাড়ায় ৩ লাখ। শনাক্ত রোগীর সংখ্যা ৪ লাখ ছাড়াতে লেগেছিল আরও দুই মাস। তা ৫ লাখে পৌঁছাতে সময় লাগে ৫৫ দিন।

এরপর সংক্রমণের গতি কিছুটা কমতে থাকায় পরের এক লাখ রোগী শনাক্ত হয় ১০২ দিন পর। গত ২৯ মার্চ শনাক্ত রোগীর সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছিল।

এরপর সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দ্রুত রোগীর সংখ্যা বাড়ছে। ২৯ মার্চের পর দৈনিক দিনে শনাক্ত রোগীর সংখ্যা এক বারের জন্যও ৫ হাজারের নিচে নামেনি। এর মধ্যে ৭ এপ্রিল রেকর্ড সংখ্যক ৭ হাজার ৬২৬ জন রোগী শনাক্ত হয়। যা এই পর্যন্ত এক দিনে সর্বাধিক শনাক্ত।

রোগীর সংখ্যার হিসাবে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ৩৩তম।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন