চলছে মৃদু-মাঝারি তাপপ্রবাহ!

  20-04-2021 01:14PM

পিএনএস ডেস্ক : বৈশাখের প্রথম সপ্তাহেই কাঠফাঁটা রোদে খা খা করছে রাজধানীসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল। বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহের এই দাপট অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। এই সময় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

অন্যদিকে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপের অবস্থান দক্ষিণ বঙ্গোপসাগরে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন