পৌরসভায় অপ্রয়োজনীয় লোকবল নিয়োগ না দেওয়ার আহ্বান

  20-04-2021 08:00PM

পিএনএস ডেস্ক : নিয়মিত কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ না করেই আউটসোর্সিংয়ের মাধ্যমে অতিরিক্ত লোকবল নিয়োগ না দিতে দেশের সব পৌরসভার মেয়রদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল মতবিনিময় সভায় অংশ নিয়ে মেয়রদের প্রতি এ আহ্বান জানান তিনি। করোনা প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম বিষয়ে এ মতবিনিময় সভা হয়।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘পৌরসভাগুলোতে নিয়মিত কর্মচারীর বেতন-ভাতা সময়মতো পরিশোধ না করে আউটসোর্সিংয়ের মাধ্যমে অপ্রয়োজনীয় লোকবল নিয়োগ দিয়ে তাদের বেতন দেওয়া হচ্ছে বলে অভিযোগ আসছে। অতিরিক্ত কর্মচারী নিয়োগের ফলেই পৌরসভার কর্মচারীদের বেতন-ভাতা মাসের পর মাস বকেয়া থাকছে। এ বিষয়ে সব মেয়রকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে।’

আয় ও উৎপাদনমুখী এবং সেবামূলক প্রকল্প গ্রহণ করতে পৌর মেয়রদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘করোনা মহামারিতে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে চলমান উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে। লকডাউন যত বাড়বে, অর্থনীতির ওপর তত চাপ বাড়বে। তাই অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার বিকল্প নেই।’

সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন