একদিনে আরও ৫৪ জনের মৃত্যু,শনাক্ত ৩৮৮৩ :শনাক্তের হার ১৮.৫৯

  18-06-2021 06:07PM

পিএনএস ডেস্ক : দেশে একদিনে শনাক্তের হার প্রায় ১৯ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৩৯৯ জনে। নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৮৩ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ৪৪ হাজার ৯৭০ জন। ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫৫ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৭৮ হাজার ৪২১ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ৫২৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৩৭৩টি নমুনা সংগ্রহ এবং ২০ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত ৬২ লাখ ৮৮ হাজার ৫৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ১২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন