লকডাউনে খোলা থাকবে পোশাক কারখানা

  21-06-2021 10:09PM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জসহ ৭ জেলায় এক সপ্তাহের শাটডাউন আরোপ করেছে সরকার। এই সময়ে জেলাগুলোতে গণপরিবহন, সরকারি, বেসরকারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও পোশাক কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা হবে বলে জানিয়েছে পোশাক শিল্পমালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানান, এই ৭ জেলায় যেসব তৈরি পোশাক কারখানা আছে, সেগুলোতে উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, এখন যেভাবে স্বাস্থ্যবিধি মেনে কারখানাগুলো খোলা রেখে উৎপাদন হচ্ছে, ঠিক সেভাবেই হবে। এর বাইরে সরকার যদি নতুন কোনো গাইডলাইন দেয়, সেগুলোও মেনে কারখানা চালু রাখা হবে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন