দিনভর দাপট চলবে বৃষ্টির

  22-06-2021 12:34PM

পিএনএস ডেস্ক: বৃষ্টির বার্তা নিয়ে প্রকৃতিতে রাজত্ব করতে হাজির হয়েছে এবারের বর্ষা। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন থেকেই গগণ চিরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। কখনও মুষলধারে, কখনও ঝিরঝিরিয়ে, কখনওবা টিপ টিপ করে।

মঙ্গলবার (২২ জুন) সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে তুমুল বর্ষণ। রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে। এ প্রতিবেদন লেখার সময়ও রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ঝরছে।

এ দিকে, আবহাওয়া অফিস বলছে, আজ দিনভর রাজধানীতে দাপট চলবে বৃষ্টির। সেই সঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে। এছাড়া রাজধানীর বাইরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ গণমাধ্যমকে বলেন, ‘বর্ষকাল চলছে। তাই সকাল, বিকাল, দুপুর ও রাতে যে কোনো সময়ই বৃষ্টি দেখা দিতে পারে। আজ সকালে শুরু হওয়া বৃষ্টি দুপুর পর্যন্ত থেমে থেমে চলবে। দুপুরের পর একটু কমতে পারে। রোদের দেখা পাওয়ার সম্ভাবনা কম। বলা যেতে পারে সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে।’

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এর আগে সোমবার (২১ জুন) সন্ধ্যায় দেওয়া তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, সৈয়দপুরে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এ দিকে, গত ২৪ ঘণ্টায় (সোমবার সন্ধ্যা পর্যন্ত) সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগের মাইজদীকোর্ট এলাকায়, ৭৮ মিলিমিটার। এর বাইরে ঢাকা, ময়মনসিংহ, সন্দীপ, কক্সবাজার, কুতুবদিয়া, মোংলাসহ বিভিন্ন অঞ্চলেও বৃষ্টিপাত হয়েছে।

অন্যদিকে, আগামী দুই দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি কমতে পারে। আর পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

উল্লেখ্য, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন