সিঙ্গাপুরে গৃহকর্মীকে হত্যার দায়ে ৩০ বছরের কারাদণ্ড

  22-06-2021 08:32PM

পিএনএস ডেস্ক : সিঙ্গাপুরে গৃহকর্মীকে হত্যার দায়ে এক নারীকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। একইসঙ্গে তার বিরুদ্ধে গৃহকর্মীকে অভুক্ত রাখা ও নির্যাতনের অভিযোগও আনা হয়েছে। হত্যার শিকার ওই গৃহকর্মীর নাম পিয়াং এনগাই। তিনি মিয়ানমার থেকে সিঙ্গাপুরে কাজ করতে গিয়েছিলেন। ২০১৬ সালে লাগাতার কয়েক মাসের নির্যাতনের পর তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার ওজন ছিল মাত্র ২৪ কেজি।

বিবিসির খবরে বলা হয়েছে, গৃহকর্ত্রী গাইয়াথিরি মুরুগায়ান যেভাবে তার ওপর নির্যাতন চালায় তাকে 'শয়তানের কাজ এবং অত্যন্ত নিষ্ঠুর' বলে আখ্যায়িত করা হয়েছে। অভিযুক্ত মুরুগায়ান তার অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তিনি একজন পুলিশ সদস্যের স্ত্রী।

তার বর্তমান বয়স ৪০। তার রায় ঘোষণার সময় বিচারক বলেন, সিঙ্গাপুরে এধরনের নির্মম হত্যাকা-ের যতো ঘটনা ঘটেছে এটি তার একটি। অল্পবয়সী ওই নারীর মৃত্যুর আগে তার ওপর যেভাবে নির্যাতন চালানো হয়েছে সেটা ভাষায় বর্ণনা করা কঠিন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন