করোনায় আরো ১৬৬ জনের মৃত্যু, আক্রান্ত ৬৩৬৪

  23-07-2021 05:45PM

পিএনএস ডেস্ক : দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৬৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৬৩৬৪ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮, ৮৫১ জনে। শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১দশমিক ০৫।
গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৬ জন এবং এখন পর্যন্ত ৯ লাখ ৭৮ হাজার ৬১৬ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ৬৩৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৭০৫টি নমুনা সংগ্রহ এবং ২০ হাজার ৪৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৭৩ লাখ ৯৬হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১ দশমিক শূন্য ৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৩৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৪ শতাংশ।।
পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন