সিএনজি ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

  25-08-2016 10:44PM



পিএনএস: বগুড়ার শাজাহানপুরে অবস্থিত টিএমএসএস সিএনজি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিজিত রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

এ সময় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের উত্তরাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার (ভিজিলেন্স) ফজলে আলম, থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী, এনজিও সংস্থা টিএমএসএস’র নির্বাহী পরিচালক ড. হোসনেয়ারা বেগম, টিএমএসএস সিএনজি ফিলিং স্টেশনের এমডি সারোয়ার মো. বাবুসহ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির কর্মকর্তা ফজলে আলম জানান, টিএমএসএস সিএনজি ফিলিং স্টেশনকে গ্যাস সংযোগের মাধ্যমে একটি জেনারেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। ওই জেনারেটরের উৎপাদিত বিদ্যুৎ সিএনজি ফিলিং স্টেশন ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি।

অথচ কর্তৃপক্ষ সম্পূর্ণ অবৈধভাবে উৎপাদিত বিদ্যুৎ অনুমোদনহীন টিএমএসএস পার্টিকেল বোর্ড কারখানা এবং টিএমএসএস ফিলিং স্টেশনে (পেট্রোল-ডিজেল) ব্যবহার করছিল।

এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টিএমএসএস সিএনজি ফিলিং স্টেশনে অবস্থান করার সময় আকস্মিকভাবে জেনারেটর ভোল্টে আগুন ধরে যায়। পরক্ষণেই তা নিয়ন্ত্রণে আনে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আকস্মিক এ ঘটনায় উপস্থিত সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পিএনএস/ বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন