জামায়াতের নতুন আমিরকে 'রাজাকার' বলায় দলটির প্রতিবাদ

  18-10-2016 03:02PM



পিএনএস ডেস্ক: বাংলা ট্রিবিউনে ১৮ অক্টোবর প্রকাশিত জামায়াতের নতুন আমির: ৭১ এর রাজাকার কমান্ডার, আছে হত্যার অভিযোগও প্রতিবেদনটির প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান মঙ্গলবার দুপুরে এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘নির্বাচিত আমির হওয়ার পরই মকবুল আহমাদের বিরুদ্ধে যে অভিযোগ পত্রিকাটিতে প্রকাশ করা হয়েছে তা একান্তই আদর্শিক ও রাজনৈতিক উদ্দেশ্যতাড়িত এবং নেহায়েত প্রতিহিংসামূলক। ইসলামের আদর্শ অনুসরণকারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এটি একেবারেই অগ্রহণযোগ্য ও অবান্তর বক্তব্য।’

কেন্দ্রীয় প্রচার বিভাগের কর্মচারী এম আলম স্বাক্ষরিত বিবৃতিতে জামায়াতের নতুন আমিরকে নিয়ে প্রতিবেদনকে কাল্পনিক ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়।

বিবৃতিতে মুজিবুর রহমান আরও বলেন,‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদের ১৯৭১ সালে রাজাকার কমান্ডার হওয়ার প্রশ্নই আসে না। সে সময় তিনি একটি খ্যাতিমান হাই স্কুলের সর্বজন শ্রদ্ধেয় একজন শিক্ষক ছিলেন। স্বাধীন বাংলাদেশে ৭১-এর হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনাবলীকে কেন্দ্র করে এ পর্যন্ত পানি অনেক দূর গড়ালেও আল্লাহর অশেষ মেহেরবাণীতে স্বচ্ছ ও ক্লিন ইমেজের অধিকারী মকবুল আহমাদের বিরুদ্ধে কোথাও কেউ সামান্য কোনও অভিযোগ পর্যন্ত দায়ের করেনি।’

তিনি মনে করেন, এ ধরনের কাল্পনিক, ভিত্তিহীন, অন্যায্য ও অসত্য বক্তব্য দিয়ে বাংলাদেশের ১৬ কোটি জনগণকে বিভ্রান্ত করা যাবে না। মুজিবুর আশা প্রকাশ করেন, ‘দায়িত্বশীল সংবাদ মাধ্যমগুলো দেশ ও জনগণের ঐক্য, শান্তি এবং অগ্রগতির ব্যাপারে গঠনমূলক ভূমিকা পালন করবে।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন