জামিনে মুক্ত রুহুল কবির রিজভী

  19-10-2016 05:48PM

পিএনএস ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার বিকেলে ৫টা ৭ মিনিটে কাশিমপুর -২ থেকে তিনি মুক্তি পান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. নাশির আহমেদ জানান, মঙ্গলবার রাতে তার জামিনের কাগজপত্র কারাগারে আসে। পরে যাচাই-বাছাই শেষে বিকেল তাকে মুক্তি দেয়া হয়। এ বছরের ২৯ আগস্ট তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনিরুল ইসলাম মনির জানান, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. রুহুল কবির রিজভীকে কারাফটকে স্বাগত জানাতে সকাল থেকে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়।

কারাফটকে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবীর খান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর নেওয়াজ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন