ঢাকায় সোহেল তাজ, দেখা করলেন হাসিনার সঙ্গে

  21-10-2016 09:18AM

পিএনএস ডেস্ক: বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ঢাকায় ফিরেছেন। বুধবার রাতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকা ফিরেন।

ফিরেই বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যান। সেখানে প্রায় দেড় ঘণ্টার মতো সময় কাটান সোহেল তাজ। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে রাতের খাবারও গ্রহণ করেন।

উল্লেখ্য, আগামী শনি-রোববার আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের কাউন্সিলে নতুন নেতৃত্বে সোহেল তাজ গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন এমন জল্পনা কল্পনা ছিল বেশ কিছু দিন ধরেই। এমনকি তিনি সম্মেলনে অংশ না নিলেও তার জন্য যুগ্ম সাধারণ সম্পাদক পদে একটি পদ খালি রাখার কথাও বলেছেন আওয়ামী লীগের অনেক নেতারা।

এদিকে, সোহেল তাজ দেশে ফিরে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ, ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন