আওয়ামী লীগের সম্মেলনে বিদ্যুৎ বিভ্রাট

  22-10-2016 02:44PM



পিএনএস: ডিজিটাল বাংলাদেশ ও উন্নয়নের পথে এগিয়ে চলার স্লোগান নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম জাতীয় কা্উন্সিল সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে। দুদিনের এই কাউন্সিলের প্রথম দিনের শুরুতেই বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

আজ শনিবার (২২ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিট থেকে ১০টা ২৫ মিনিট পর্যন্ত প্রায় এক ঘণ্টাব্যাপী সম্মেলন মঞ্চের কয়েকটি স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে সম্মেলনে আগত বিদেশি অতিথি, কাউন্সিলর ও ডেলিগেটরা অস্বস্তিতে পড়েন। এ সময় মাইকে ঘোষণা দেওয়া হয়, গণপূর্ত বিভাগের বিদ্যুতের কাজে নিয়োজিত কর্মীদের যেনো এই সমস্যা সামাধানে দ্রুত পদক্ষেপ নেন। একই সঙ্গে গণপূর্ত মন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করা হয়। শেখ হাসিনা সম্মেলন স্থলে আসার পরও সোহরাওয়ার্দী উদ্যানের কয়েকটি জায়গায় বিদ্যুৎ ছিলো না। তবে সকাল ১০টা ২৬ মিনিটের দিকে আবারও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। সূত্র: পরিবর্তন

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন