আমি যাবো না, কোথায় যাবো? : হাসিনা

  23-10-2016 11:21AM



পিএনএস: আমি যাবো না, কোথায় যাব? দলের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা এভাবেই বলেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

রোববার দলের সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

৯টা ৪০ মিনিটে শুরু হওয়া অধিবেশন সঞ্চালনাও করছেন সভাপতি শেখ হাসিনা।

জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা অধিবেশনে বক্তব্য দিচ্ছেন।

এক পর্যায়ে জামালপুর জেলার নেতা অ্যাডভোকেট বাকী বিল্লাহ সজীব ওয়াজেদ জয়কে নেতৃত্বে আনার দাবি জানিয়ে বলেন, নেত্রী আপনি আমাদের ছেড়ে চলে যাবেন না।

এসময় শেখ হাসিনা তাকে থামিয়ে বলেন, ‘না, না, আমি যাবো না। আমি কোথায় যাবো?’

এরপর বাকী বিল্লাহ বলেন, আপনি আমার মতো হাজার হাজার নেতাকর্মীর অভিভাবক। আপনি আমাদের ছেড়ে যাবেন না।

পরে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা সরকারের উন্নয়নের তথ্য দিয়ে বক্তব্য শুরু করেন।

এসময় প্রধানমন্ত্রী তাকে থামিয়ে বলেন, উন্নয়নের কথা এলাকায় গিয়ে বলবেন, এখানে সাংগঠনিক কথা বলুন।

অধিবেশনের এক পর্যায়ে শেখ হাসিনা বলেন, এমপিদের বলার সুযোগ দেওয়া হবে না, তারা সংসদে কথা বলেন। যাদের কথা শুনতে পারি না তাদেরই কথা শুনবো আজ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন