জয়কেই নেতৃত্বে চান কাউন্সিলররা

  23-10-2016 11:30AM

পিএনএস ডেস্ক: আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনে কাউন্সিল অধিবেশন চলছে। সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন শুরু হয় সকাল সাড়ে ৯ টায়। সভাপতি বক্তব্যে নতুন নেতৃত্ব আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে রুদ্ধদ্বার কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখার সময় এ আহ্বান জানান সম্মেলনের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমার বয়স সত্তর হয়ে গেছে। আর কত, নতুন নেতৃত্ব আনতে হবে।’ এ সময় উপস্থিত কাউন্সিলররা প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের পক্ষে ‘জয়’ ‘জয়’ বলে স্লোগান দিতে থাকেন।

প্রধানমন্ত্রী এ সময় কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগকে আরও একবার ক্ষমতায় আনতে হবে। এখানে বসে থাকলে হবে না। কাজ করতে হবে। মানুষের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে। মানুষকে বোঝাতে হবে আওয়ামী লীগ আসলে দেশের উন্নয়ন হবে। বিগত সাত বছরে আওয়ামী লীগ যে কাজ করেছে তার সুফল জনগণ পাবে আবার ক্ষমতায় আসলে। বিএনপির লুটেরারা আসলে সেটা হবে না। আওয়ামী লীগের পরিবারের বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ করতে পারেনি। সজীব ওয়াজেদ জয়, পুতুল, রাদওয়ান মুজিব সিদ্দিক এরা জাতি গঠনে কাজ করছে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন