আপনারা তৃতীয়বার ক্ষমতায় আসার প্রস্তুতি নিন : শেখ হাসিনা

  23-10-2016 06:37PM

পিএনএস ডেস্ক : আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ টানা দুইবার ক্ষমতায় থেকে দেশের জনগণের জন্য কাজ করেছে। দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই তৃতীয়বার ক্ষমতায় আসার জন্য আপনারা (দলীয় নেতাকর্মী) প্রস্তুতি নিন।’

দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে বিজয়ী হতে নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ারও নির্দেশনা দেন তিনি।

রবিবার (২৩ অক্টোবর) সকালে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে দলের কাউন্সিল অধিবেশনে দেয়া সূচনা বক্তব্যে এ নিদের্শনা দেন শেখ হাসিনা।

তিনি বলেন, ‘তৃতীয় দফা নির্বাচনে জয়লাভ করতে হলে জনগণের দোরগোড়ায় যেতে হবে। উন্নয়নের কথা বলতে হবে। ব্যাপক প্রচার করতে হবে। জনগণকে বোঝাতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন হবে।’

এছাড়া আওয়ামী লীগে নতুন নেত্বত্ব আনতে দলের কাউন্সিলরদের প্রতি এ সময় আহ্বানও জানান শেখ হাসিনা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি থাকতে থাকতে নতুন নেতৃত্ব আনুন। আমি বেঁচে থাকতেই নতুন নেতা নির্বাচন করে দলকে শক্তিশালী করতে চাই।’

এর আগে শনিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দেশের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের দু'দিনব্যাপী ২০তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দু'দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে দলটির কাউন্সিল অধিবেশন। এই অধিবেশনে কাউন্সিলররা আগামী তিন বছরের জন্য দলের নেতৃত্ব নির্বাচন করবেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন