দুই এজেন্ডা নিয়ে কাজ করবেন ওবায়দুল কাদের

  24-10-2016 03:33PM

পিএনএস ডেস্ক: আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের পক্ষ থেকে দুটি এজেন্ডা হাতে নিয়েছি। এক. সাম্প্রদায়িক পরাশক্তিকে পরাজিত করা। আর দুই. আগামী নির্বাচনের জন্য দলের প্রস্তুতি নেওয়া। আওয়ামী লীগের নেতৃত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের মাধ্যমে তৃণমূল থেকে সংঘবদ্ধ হয়ে আমরা নির্বাচনে জয়লাভ করবো।

আজ সোমবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে সচিবালয়ে নিজ দফতরে গেলে মন্ত্রণালয়ের সচিব এম এ এন ছিদ্দিকসহ কর্মকর্তা-কর্মচারীরা ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে একে অপরকে মিষ্টি মুখ করান। এ সময় তাদের উদ্দেশ করে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের শৃঙ্খলবদ্ধতার প্রকাশ পেয়েছে । আমাদের আচরণ সামনে আরও শৃঙ্খলাবদ্ধ হবে। ভবিষ্যতে আওয়ামী লীগের অভ্যন্তরে আরও গুণগত পরিবর্তন হবে। আমাদের নিজেদের বদলাতে না পারলে আমরা দেশকে পরিবর্তন করতে পারবো না। আমাদের প্রত্যেক নেতাকর্মীকে নিজেদের পরিবর্তন করেত হবে।

দলের এজেন্ডা সম্পর্কে তিনি আরও বলেন, বেশি এজেন্ডা হাতে নেওয়া উচিত নয়। এতে বাস্তবায়ন করা কঠিন হয়ে যায়।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন