‘সৈয়দ আশরাফের সঙ্গে বিভেদের কোনো কারণ নেই’

  24-10-2016 04:45PM

পিএনএস ডেস্ক : সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে কোনো ধরনের বিভেদে জড়ানোর কারণ নেই মন্তব্য করেছেন আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।

দলের দ্বিতীয় শীর্ষ পদে নির্বাচনের পরদিন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে জাতীয় সম্মেলনের শৃঙ্খলা, আগামী জাতীয় নির্বাচনে দলের পরিকল্পনা, মন্ত্রিত্বে থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘আমার পূর্বসূরি, আমার অগ্রদূত সাধারণ সম্পাদক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রেসিডিয়ার সদস্য সৈয়দ আশরাফুল ইসলামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সাধারণ সম্পাদক হিসেবে তার সাত বছরের অভিজ্ঞতা সুচিন্তিত পরামর্শ আমার দায়িত্ব পালনে অনুপ্রেরণা যোগাবে।’

আশরাফের সঙ্গে আলোচনার ভিত্তিতে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করে তিনি বলেন ‘আমরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবো।’

সৈয়দ আশরাফের প্রসঙ্গে এই নেতা বলেন, ‘আজও কেবিনেটে তার সঙ্গে আমার আলাপ হয়েছে। আমার কাছে অবাক লাগলো, তিনি সবকিছু ইজিলি নিয়েছেন। বিচলিতভাব বা কোনো ধরনের হতাশা তার মুখমণ্ডলে আমি দেখিনি। বরং আজ তাকে আরও বেশি প্রাণবন্ত বলে আমার মনে হয়েছে। এটাই আওয়ামী লীগ। এটাই আওয়ামী লীগের রাজনীতির বিউটি। ’

আশরাফের সঙ্গে কোনো রকম দ্বন্দ্বে জড়ানোর কারণ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের মধ্যে কোনো কোনো বিষয়ে মতান্তর হতে পারে, কিন্তু মনান্তর হবে না।’

শেখ হাসিনাই দলের ঐক্যের প্রতীক জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা যেখানে আছেন, সেখানে পার্টিতে মধ্যে কোনো অনৈক্য বিভেদ প্রশ্রয় পাবে না। তার নির্দেশনার বাইরে কেউ কিছু করবে না।’

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন