মুজিব কোট কই!

  24-10-2016 09:22PM

পিএনএস ডেস্ক : মুজিব কোটের ৬ বোতাম, ৬ দফার প্রতীক।
কালো হাতাকাটা বিখ্যাত মুজিব কোট আগরতলা ষড়যন্ত্রের মামলার পর থেকে বঙ্গবন্ধু নিয়মিত পরতে থাকেন, যা পরবর্তী সময়ে তার অনুসারী ও আওয়ামী লীগাররা পরতে শুরু করেন।
তখন থেকেই এই মুজিব কোট 'বঙ্গবন্ধুর রাজনৈতিক আনুগত্যের প্রতীক' হিসেবে আওয়ামী রাজনীতিতে প্রতিষ্ঠা লাভ করে।
জহরলাল নেহেরুর ক্যাপ, লম্বা কোট ও বুক পকেটে গোলাপফুল, মহাত্মা গান্ধীর খাদি কাপড়ের ধূতি ও চাদর, চেগুয়েভারার মিলিটারি কোট ও ক্যাপের স্টাইলের মত মুজিব কোটও একটি রাজনৈতিক 'ফ্যাশন আইকন'।
ব্রিটিশ খেদাও বা স্বদেশি আন্দোলনের সময় গান্ধী, নেহেরু, জিন্নাহ, আবুল কালাম আজাদ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা ভাষানীর পোশাকেও "স্বদেশি" ভাবনার 'ফ্যাশন আইকন' লক্ষ্য করা যায়।
সাম্প্রতিক সময়ে ভারতের বিজেপির উত্থান 'মোদি ম্যাজিকের' ভক্তরা গোটা ভারতে মোদি কোটে জনপ্রিয় করে তোলে।
কিন্তু আমাদের দেশে খোদ আওয়ামী লীগের নেতাদের কাছে মুজিব কোটের চেয়ে মোদি কোট কেন এতটা বেশী প্রিয়, তা বোধগম্য নয়!!!
২০১৬-তে আওয়ামী লীগ কি সেই ঐতিহাসিক "স্বদেশী ভাবনা" থেকে সরে এসেছে ?
আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শের জায়গায় কি নতুন পরিবর্তন এসে পড়েছে ?
ড. তুহিন মালিকের ফেসবুক থেকে

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন