তিন মামলায় গোলাম মাওলা রনির আগাম জামিন

  26-10-2016 02:12PM

পিএনএস ডেস্ক: আইনজীবীদের নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা তিন মামলায় আওয়ামী লীগের প্রাক্তন সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. ওবায়দুল হাসান ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রনির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমদ। গত সোমবার তিন মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন গোলাম মাওলা রনি।

গত ৩০ সেপ্টেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘সুন্দরী সুজনা, দুই বৃদ্ধ এবং এক উকিল’ শিরোনামে উপ-সম্পাদকীতে গোলাম মাওলা রনির একটি লেখা প্রকাশিত হয়। লেখায় আইনজীবীদের কে কটূক্তি করা হয়েছে এই অভিযোগে ঢাকা, সিলেট ও রাজশাহীতে তার বিরুদ্ধে মামলা করেন আইনজীবীরা।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন