আশরাফের বাসায় কাদের

  28-11-2016 01:29PM

পিএনএস ডেস্ক: প্রায় এক মাস পর যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে দেশে ফেরা বাংলাদেশ সরকারের জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মিন্টু রোডের বাসায় তার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সকাল সাড়ে এগারটায় আ.লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য গবেষণা সম্পাদক এ্যাড. আফজাল হোসেন ও অসীম কুমার উকিল প্রমুখসহ আশরাফের বাসায় যান তিনি।

দলের সাধারণ সম্পাদক হিসেবে এসময় কাদের সৈয়দ আশরাফকে পুর্বের ন্যয় একসঙ্গে দলের গুরুত্বপুর্ণ কাজগুলো কাঁধে কাঁধ মিলিয়ে করার অনুরোধ করেন। এমনকি দলের গুরুত্বপুর্ণ মিটিং ও নীতি নির্ধারনে স্বত:স্ফুর্ত ভাবে যোগদানের অনুরোধও করেন তিনি।

এসময় আশরাফ তাদের মিষ্টি মুখ করান। ওবায়দুল কাদের এসময় সৈয়দ আসরাফের অসুস্থ স্ত্রীর খোঁজ খবর নেন।

আশরাফের সঙ্গে আলোচনা শেষ করে বিদায় কালে সেতুমন্ত্রী সাংবাদিকদের জানান, দেশ ও দলের কথা চিন্তা করে সৈয়দ আশরাফ তার দলের সাধারণ সম্পাদকের কথায় রাজি হয়েছেন। এসময় তাদের বাসার গেট পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেও সংবাদমাধ্যমে কিছু বলেননি সৈয়দ আশরাফ।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন