পাবনায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

  30-11-2016 05:13AM

পিএনএস, পাবনা : পাবনার আটঘরিয়ায় আওয়ামী লীগের দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় উসমান মিয়া (৩৫) নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত উসমান সদর উপজেলার শালাইপুর গ্রামের ওমর আলীর ছেলে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আটঘরিয়া উপজেলা যুবলীগের কমিটি গঠন করাকে কেন্দ্র করে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু সমর্থিত আমিনুল গ্রুপ ও আটঘরিয়া পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রতন সমর্থিত আলাল গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।
এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় একদন্ত বাজারে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও বন্দুকের গোলাগুলি শুরু হয়।
এসময় উসমান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবারো সংঘর্ষের আশংকায় এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আটঘরিয়া থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন