ধর্মভিত্তিক রাজনীতিতে বাধা থাকা উচিত নয় : এরশাদ

  01-12-2016 07:38PM

পিএনএস: ধর্মভিত্তিক রাজনীতিতে কোনো বাধা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে ওলামা মাশায়েখদের নিয়ে এক মতবিনিময় সভায় এরশাদ এ মন্তব্য করেন।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ‘বলা যায়, এ দেশে ধর্মভিত্তিক রাজনীতি করা যাবে না। ভারত তো আমাদের পার্শ্ববর্তী দেশ। ওখানে আরএসএস কট্টর হিন্দুপন্থী। সেখানে কিন্তু মুসলিম লীগ আছে। জামায়াতে ইসলামে হিন্দ আছে। তারা যদি করতে পারে আমরা কেন করতে পারব না?’

হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, দেশ সংকটে আছে। সবাই সংকটে আছে। জীবনের নিরাপত্তা নাই। প্রত্যেক মানুষের অধিকার আছে বিচার পাওয়ার। অধিকার ছাড়াই আজ মানুষ নিহত হচ্ছে।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন