‘খালেদার প্রস্তাব এড়িয়ে গেলে চলবে না’

  04-12-2016 12:23AM

পিএনএস ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব এড়িয়ে গেলে চলবে না, সমস্যা সমাধান করতে হবে।’

শনিবার (৩ ডিসেম্বর) গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব রাষ্ট্রপতি বিবেচনা করবেন, প্রধানমন্ত্রীর এমন মন্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেছেন, ‘প্রধানমন্ত্রী যা বলেছেন, ঠিক বলেছেন। তবে রাষ্ট্রপতি যেমন দেখবেন, তেমনি বড় দল ও সরকারের প্রধান হিসাবে প্রধানমন্ত্রীও তা দেখবেন, পাশ কাটিয়ে গেলে চলবে না। প্রধানমন্ত্রীরও যথেষ্ট দায়িত্ব রয়েছে। কারণ, একটি গ্রহণযোগ্য নির্বাচনই পারে দেশের রাজনৈতিক সঙ্কট সমাধান করতে। আমরা আশা করি তাদের (ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার) শুভবুদ্ধির উদয় হবে এবং সমস্যা সমাধনের পথ বের করতে যথাযথ উদ্যোগ নেবেন।’

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেছেন, ‘মধ্যবর্তী নির্বাচনের বিষয়ে বিএনপি কিছু বলেনি, কারণ আমরা মনে করি গত নির্বাচন প্রশ্নবিদ্ধ। নির্বাচনের নৈতিকতা নিয়ে দেশে-বিদেশেও প্রশ্ন রয়েছে। ফলে আগামী নির্বাচন যেন সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সে জন্য খালেদা জিয়া প্রস্তাব দিয়েছেন। এ ছাড়া যেহেতু বাংলাদেশের রাজনৈতিক সঙ্কটের মুল বিষয় হচ্ছে নির্বাচন। তাই একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে এ রাজনৈতিক সঙ্কট সমাধান সম্ভব।’

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন