টাঙ্গাইলে ৬৭ জনের মনোনয়নপত্র বৈধ

  04-12-2016 08:44PM

পিএনএস: টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে।

রোববার বিকেলে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকায় রয়েছে চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ সদস্য পদে ৪৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে তিনি জানান, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পদে চারজন, সাধারণ সদস্য পদে ৫৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক ফজলুর রহমান খান ফারুক। এ পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. ফজলুল হক মল্লিক।

মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে চেয়ারম্যান পদে বাদ পড়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু ও জেলা যুবলীগের সাবেক সভাপতি শওকত রেজা।

২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইল জেলায় ১৬১১ জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


পিএনএস/বাকিবিল্লাহ্


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন