আজ রাষ্ট্রপতির কাছে যাচ্ছে বিএনপি

  06-12-2016 12:44AM

পিএনএস ডেস্ক : রাষ্ট্রপতির সাক্ষাতের অনুমতি না পাওয়ায় নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রস্তাবনা বঙ্গভবনে পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

মঙ্গলবার বেলা ১১টায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রস্তাবনা নিয়ে বঙ্গভবনে যাবেন।

সোমবার রাতে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাষ্ট্রপতির সাক্ষাতের অনুমতি পাওয়া যায়নি। তবে কাল বঙ্গভবনে চেয়ারপারসনের প্রস্তাবনা পৌঁছে দেয়া হবে।

গত ১৮ নভেম্বর নির্বাচন কমিশন পুনর্গঠনে ১৩ দফা প্রস্তাব দেন বেগম খালেদা জিয়া। এরপর তা রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছে দিতে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে বিএনপি। তবে শেষ পর্যন্ত সাক্ষাতের অনুমতি মেলেনি।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন