শাকিলের বাবার কান্নায় কাঁদলো সবাই

  07-12-2016 09:02PM

পিএনএস: নিজের সন্তানের জন্য অঝোরে কাঁদলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুল হক শাকিলের বাবা অ্যাডভোকেট জহিরুল হক খোকা। ময়মনসিংহ জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের এ প্রশাসকের কান্না আর আর্তনাদে ভারী হয়ে ওঠে ময়মনসিংহ শহরের আঞ্জুমান ঈদগাহ মাঠ।

বুধবার সন্ধ্যায় নিজের সন্তানের স্মৃতি তুলে ধরে কান্নাজড়িত কন্ঠে ময়মনসিংহ জেলা আ’লীগের সভাপতি ও অ্যাডভোকেট জহিরুল হক খোকা বলেন, ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে আ’লীগের রাজনীতিতে ছিলেন শাকিল। শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক জগতেও তার অবাধ বিচরণ ছিল। পিতার কাঁধে সন্তানের লাশ ভারী বোঝা’ কান্নাজড়িত কন্ঠে বলছিলেন অ্যাডভোকেট জহিরুল হক।

কবি মাহবুবুল হক শাকিলের চলে যাবার আর্তনাদের ঝড় ওঠেছে ময়মনসিংহের কোটি মানুষের হৃদয়ে। মানুষকে কাছে টেনে নেয়ার এক সম্মোহনী শক্তি ছিল শাকিলের। তার মতো সৃজনশীল রাজনীতিকের চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি, বলছিলেন ময়মনসিংহ মহানগর যুবলীগ নেতা শাহীনুর রহমান।

ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে শাকিলের দ্বিতীয় নামাজে জানাজায় হাজার হাজার মানুষ শরিক হন।

এর আগে দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নগরীর বাঘমারা রোডস্থ বাসায় এসে পৌঁছে কবি মাহবুবুল হক শাকিলের মরদেহ।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন