ঢাকায় শক্তি বাড়ানোর উদ্যোগ বিএনপির

  09-12-2016 08:42AM


পিএনএস ডেস্ক: নতুন করে আন্দোলনে নামার আগে ঢাকায় সাংগঠনিক শক্তি নিশ্চিত করতে চায় বিএনপি। এ জন্য ঢাকা মহানগর ও এর প্রতিটি থানা-ওয়ার্ড নতুন নেতৃত্ব দিয়ে সাজানোর যে উদ্যোগ নেয়া হয়েছে, তা দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সাংগঠনিকভাবে ঢাকা মহানগরকে চাঙ্গা করার কাজ অনেক দূর এগিয়ে গেছে। দলের সিনিয়র একজন নেতা বলেছেন, মহানগরের কমিটি গঠনের কাজ প্রায় ৮০ ভাগ শেষ হয়ে গেছে। খুব কম সময়ের মধ্যেই ঢাকা মহানগর বিএনপিকে দুই ভাগ করে কমিটি ঘোষণা করা হবে। এ ছাড়া একযোগে সব থানা কমিটিও ঘোষণা করা হতে পারে।

জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের পর বিএনপি নির্বাচন কমিশন পুনর্গঠনকে কেন্দ্র করে আলোচনার পাশাপাশি জোরেশোরে জনমত গঠনের কর্মসূচি শুরু করবে। আগামী ৫ জানুয়ারিকে কেন্দ্র করে ঢাকায় একটি বড় জমায়েতেরও পরিকল্পনা করা হচ্ছে। বিএনপির দাবি উপেক্ষা করে একতরফা ইসি গঠন করা হলে নতুন নির্বাচনের আগে একটি ‘যৌক্তিক’ সময়ে ফের আন্দোলনে নামবে দলটি। সেই আন্দোলনে নামার আগেই রাজধানী ঢাকাকে সংগঠনিকভাবে শক্তিশালী করা হচ্ছে। বিএনপির হাইকমান্ড আন্দোলনের মাঠে ঢাকা মহানগরকে আর নিষ্ক্রিয় অবস্থায় দেখতে চায় না।

বিএনপি সূত্রে জানা গেছে, বিগত দু’টি আন্দোলনে ঢাকায় দলের সাংগঠনিক নিষ্ক্রিয়তা প্রমাণিত হওয়ায় বিএনপি চেয়ারপারসনের নির্দেশনা অনুযায়ী কয়েক মাস ধরেই ঢাকা মহানগরের কমিটি গঠনের কাজ করছেন দলের সিনিয়র ও মহানগরের শীর্ষ নেতারা। তারা কেন্দ্রীয় কমিটির পাশপাশি সব থানা ও ১০০টি ওয়ার্ড কমিটির একটি খসড়া তালিকা তৈরি করে চেয়ারপারসনের কাছে জমাও দিয়েছিলেন। কিন্তু ওই কমিটি নিয়ে মহানগর বিএনপির কিছু নেতা আপত্তি তোলেন। তারা চেয়ারপারসনের পাশাপাশি লন্ডনে অবস্থানরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও যোগাযোগ করে তাদের আপত্তির কথা জানান। এরপর আরেকটি তালিকা তৈরির কাজ শুরু হয়। এরই মধ্যে দ্বিতীয় আরেকটি খসড়া তালিকাও প্রস্তুত করা হয়েছে। নতুন এই তালিকা অনুযায়ী এবার ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের কেন্দ্রীয়পর্যায়ে সুপার ফাইভ কমিটি দেয়া হবে। ঢাকা মহানগর দক্ষিণের তালিকায় আব্দুস সালাম, আব্দুল লতিফ, নবী উল্লাহ নবী, মকবুল ইসলাম টিপু, হাজী আ ন ম সাইফুল ইসলাম, ইউনুস মৃধা, হারুন উর রশিদ, বাদল সর্দার ও মোশারফ হোসেনের খোকনের নাম রয়েছে। এই ৯ নেতার মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক (সুপার ফাইভ) ঠিক করা হবে। অন্য দিকে ঢাকা মহানগর উত্তরে এম এ কাইয়ুম, আব্দুল আলীম নকী, আব্দুল লতিফ, আহসান উল্লাহ হাসান, মো: আনোয়ারুজ্জামান আনোয়ার, মুন্সী বজলুল বসিত আঞ্জু ও আতিকুল ইসলাম মতিনের নাম রয়েছে। এই সাত নেতার মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক (সুপার ফাইভ) ঠিক হবে।

এ ছাড়া তালিকায় ঢাকা মহানগর দক্ষিণের থানা কমিটিতে নাম থাকা নেতাদের মধ্যে রয়েছেন শ্যামপুর থানা : আলহাজ আ ন ম সাইফুল ইসলাম, গোলাম মওলা হিমেল, মোজাম্মেল হোসেন, মো: শাহনেওয়াজ ও ইমতিয়াজ আহমেদ টিপু; কদমতলী থানা : মীর হোসেন মীরু, হাজী সাইফুল, আমীর মোল্লা, আব্দুল রাশেদ বাদশা, তরিকুল ইসলাম পলাশ ও তানভীর আহমেদ রবিন; ডেমরা থানা : সামসুল হক নিলু, মো: সেলিম রেজা, মো: নান্টু মুন্সী, মো: আনিসুজ্জামান, মো: শহিদুল ইসলাম, জয়নাল আবেদীন রতন, আতাউর রহমান ভূঁইয়া, মো: হাশেম ও মো: মিলন খন্দকার; যাত্রাবাড়ী থানা : নবী উল্লাহ নবী, বাদল সর্দার, আতিক উল্লাহ আতিক, শেখ মতিউর রহমান, মো: আলমগীর হোসেন, সামসুল আলম বাবলা ও জুম্মন চেয়ারম্যান; সূত্রাপুর থানা : এম এ শাহেদ মন্টু, ফরিদ উদ্দিন, আব্দুস সাত্তার, গোলাম হায়দার মুকুট ও আনভির আহম্মেদ; ওয়ারী থানা : লিয়াকত আলী, সাব্বির আহমেদ আরিফ, দেওয়ান আব্দুল হাই, গোলাম মোস্তফা সেলিম ও আমির হোসেন; গেণ্ডারিয়া থানা : মকবুল ইসলাম টিপু, আব্দুল কাদির কমি, মকসুদ আহমেদ চৌধুরী, ঢালি মামুনুর রশিদ অপু ও ওমর নবী বাবু; বংশাল থানা : মো: মোহন, মো: কাইজুদ্দিন, হাজী সিরাজ, মো: জাফরুল্লাহ জাফরু ও মো: আদিল; কোতোয়ালি থানা : আনোয়ারুল আজীম, আশরাফুল আমীন, অ্যাডভোকেট হারুনুর রশিদ, হায়দার আলী বাবলা ও সুরাইয়া বেগম; লালবাগ থানা : নাসিমা আক্তার কল্পনা, মোশারফ হোসেন খোকন, হাজী আলতাফ হোসেন, মজিবুর রহমান মঞ্জু, মীর আশরাফ আলী আজম ও শাহিদা মোর্শেদ; চকবাজার থানা : আনোয়ার পারভেজ বাদল, হাজী হুমায়ুন কবির, রফিকুল ইসলাম রাসেল, হাজী সেলিম আহমেদ সালেম ও মো: সাবের আহমেদ; শাহাবাগ থানা : আবুল আহসান ননী তালুকদার, সাইদুর রহমান সাইদ, আব্দুল হান্নান, জাকির হোসেন মিন্টু ও মো: মোশারফ হোসেন; পল্টন থানা : এই থানায় তলিকা পুরোপুরি প্রস্তুত হয়নি; তালিকায় থাকা দুই নেতা হচ্ছেন, আনভির আদেল বাবু ও লোকমান হোসেন ফকির; মতিঝিল থানা : মকবুল আহম্মেদ আকন্দ, হারুন আর রশিদ, আবু ইকবাল ও ইসমাইল হোসেন; শাজাহানপুর থানার জন্য এখনো কোনো নেতার নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি; আর রমনা থানার জন্য আংশিক তালিকা করা হয়েছে; তালিকায় আছেন : আরিফুল ইসলাম ও শেখ আমির হোসেন; সবুজবাগ থানা : মো: গোলাম হোসেন, মো: হামিদুল হক, মো: মোস্তাফিজুর রহমান হিরু, মো: দুলাল ও মো: মনির হোসেন; খিলগাঁও থানার কমিটির তালিকা প্রস্তুতের কাজ চলছে; মুগদা থানা : মো: আলমাস চেয়ারম্যান, মাহবুবুর রহমান টিপু, মো: শাহজাহান, শেখ মোহাম্মদ আলী চায়না ও মোক্তার হোসেন; কামরাঙ্গীর চর থানা : হাজী মোহাম্মদ মনির হোসেন, হাজী রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, আওলাদ হোসেন ও হাজী আব্দুর রশিদ; হাজারীবাগ থানা : মো: মজিবুর রহমান মঞ্জু, মো: রফিকুল ইসলাম, মো: আব্দুল আজিজ, সাইফুল হক রিন্টু ও মো: মানিক।

তালিয়কায় ঢাকা মহানগর উত্তরের থানা কমিটিতে নাম থাকা নেতাদের মধ্যে রয়েছেনÑ উত্তরার পূর্ব থানায় সভাপতি পদে প্রস্তাব করা হয়েছে সালাম সরকার অথবা হেলাল উদ্দিন তালুকদারের নাম, সাধারণ সম্পাদক পদে মতিউর রহমান মতি ও অ্যাডভোকেট চন্দন। সাংগঠনিক সম্পাদক পদে আছে শাহ আলম ও এস আই টুটুলের নাম। উত্তরা পশ্চিম থানায় সভাপতি পদে আবদুল ছালাম ও জাহাঙ্গীরের নাম, সাধারণ সম্পাদক পদে আফাজ উদ্দিন ও মশিউর রহমান বাবুর নাম প্রস্তাব করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে প্রস্তাব করা হয়েছে মোস্তফা কামাল হৃদয়ের নাম। উত্তরা পশ্চিম থানার তালিকায় আরো আছেন মো: কুদরত এলাহী লিটন, মো: আফাজ উদ্দিন, সামসুল হক মেম্বার, আজমত উল্লাহ মিঠু ও লিয়াকত আলী। তুরাগ থানায় সভাপতি পদে হাজী মোস্তফা জামান ও সাধারণ সম্পাদক পদে আছে আমান উল্লাহ ভূঁইয়ার নাম। আরো আছেনÑ আব্দুল বাতেন, আশরাফ উদ্দিন (মিনু মাস্টার), আবুল হোসেন, হারুন উর রশিদ খোকন, লুৎফর রহমান (লাল মিয়া)। উত্তরখান থানা : মো: মমতাজ, মৃধা, আহসান হাবীব মোল্লা, জাহাঙ্গীর বেপারি, মো: মোতালেব, সালেহ মেম্বার, নাসিমুল ইসলাম নাসিম, নুরুজ্জামান নুরু, রফিকুল ইসলাম (মুকুল), অ্যাডভোকেট কিরন। দক্ষিণখান থানা : সাহাবুদ্দিন সাগর, ইসমাইল হোসেন, মোহাম্মদ আলী, হাজী খলিল মোল্লা, আতাউর রহমান কবি, মো: দুলাল, হাজী মোশারফ হোসেন, সৈয়দ দেলোয়ার হোসেন, শাদী উল্লাহ শাদী, নাজিম দেওয়ান। বিমানবন্দর থানা : মো: মোস্তাফিজুর রহমান সেগুন, আলমগীর সর্দার টিপু, মো: বাছির, মনির হোসেন ভূঁইয়া, নাজমুল আলম আলাউদ্দিন টিপু। খিলক্ষেত থানা : শাহিনুর আলম মারফত, হাজী এস এম ফজলুল হক, ফরিদ উদ্দিন দেওয়ান, মো: মজিবুর রহমান মেম্বার, প্রফেসর এস এম আক্তারুজ্জামান, সোরহাব খান স্বপন, সিএম আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন। গুলশান থানা : আব্দুল আলীম নকী, ফারুক হোসেন ভূঁইয়া, মো: মজিবর রহমান, আনোয়ার হোসেন সুজন, মো: দ্বীন ইসলাম, ইঞ্জিনিয়ার লতিফ, জিয়াউল হক চিশতী, মাকসুদুর রহমান, আকরাম হোসেন। বনানী থানা : হাবিবুর রহমান হবি, মো: আবুল কালাম আজাদ, ডা: কাইউম, মিজানুর রহমান মিজান (বাচ্চু), শহিদুল ইসলাম হিরু, সৈয়দ মঞ্জুর হোসেন। ক্যান্টনমেন্ট থানা : প্রিন্সিপাল লিয়াকত আলী, আব্দুর রশিদ বাবুল, আফজাল প্রধান, মো: ইকবাল হোসেন, মো: মিয়াজ উদ্দীন, মো: মহরত আলী, আবুল হোসেন ও নুরুল আমীন মৃধা। বাড্ডা থানা : এম এ কাইয়ুম, এ জি এম সামসুল হক, মো: আবুল হোসেন, মো: মাহফুজুর রহমান, মো: তাজুল ইসলাম ও আলী হোসেন। ভাটারা থানা : কাজী হযরত আলী, মো: আতাউর রহমান, কাজী নুরুল ইসলাম, মো: জাহাঙ্গীর আলম, মো: আব্দুল আজিজ (মেম্বার), রেজাউল কবির, মো: আতাউর রহমান আতা। রামপুরা থানা : ফয়েজ উদ্দিন ফরু, আবুল মেসের, মো: হেলাল উদ্দিন হেলু, মো: মমিন উদ্দিন ও মো: সাইদুর রহমান মিহির। মিরপুর থানা : হাজী এস এ খালেক, এম এ সিদ্দিক (সাজু), মুন্সী বজলুল বাসিত আঞ্জু, আবু হোসেন আব্দুল, শামীম পারভেজ, হাজী ওয়াজ উদ্দিন, এ বি এম রাজ্জাক ও এ এম কাওছার আহম্মেদ। শাহ আলী থানা : মোশারফ হোসেন মিশু, কাউছার আহমেদ পাপ্পু, শেখ মোহাম্মদ সাইদুল হক, ফেরদৌসি আহমেদ মিষ্টি, সেলিম দেওয়ান গিয়াস ও ডা: আনিছুর রহমান মিল্টন। দারুস সালাম থানা : হাজী আব্দুর রহমান, মো: মাসুদ খান, আলমগীর মোহাম্মদ কামাল, আরিফুর রহমান মৃধা, আবু সায়েম মণ্ডল। কাফরুল থানা : হাজী রফিকুল ইসলাম, মো: মোজাম্মেল হোসেন মতি, আশরাফুদ জাহান, আলী আশরাফ মামুন, আক্তার হোসেন ঝিল্লু, আবু নাসের মোহাম্মদ ওয়াহিদুর রহমান, এফ এম খালেদ। ভাষানটেক থানা : গোলাম কিবরিয়া মাখন, ইব্রাহীম খলিল, আব্দুল আহাদ ও মো: বকুল, আমির হোসেন। পল্লবী থানা : হাজী সাজ্জাদ হোসেন মোল্লা (কমিশনার), মো: সহিদুর রহমান, বুলবুল মল্লিক, আব্দুল্লাহীল বাকী, শেখ শরাফত আলী ও আলমাছ হোসেন। রূপনগর থানা : আব্দুল আওয়াল, অ্যাডভোকেট আমজাদ হোসেন মোল্লা, ইঞ্জিনিয়ার মুজিবুল হক, বুলবুল পাটোয়ারি ও মো: হেলাল উদ্দিন আহমেদ চপল। মোহাম্মদপুর থানা : আতিকুর রহমান মতিন, মো: সোহেল রহমান, ওসমান গনি শাহজাহান, মো: জুয়েল ও সোহেল রশিদ। আদাবর থানা : মো: আবুল হাসেন, অ্যাডভোকেট আক্তার হোসেন, শাহিন মো: শাহান শাহ, মির্জা মানিক ও লুতফর রহমান। ধানমন্ডি থানা : শেখ রবিউল আলম রবি, আবুল খায়ের বাবলু, মো: আকবর, মো: রমজান ও মো: জামাল। কলাবাগান থানা : মো: সিরাজুল ইসলাম, মো: সাইদুর রহমান, মো: আলাউদ্দিন, ওহিদুর রহমান ও জাফর মো: সাদেকুর রহমান। নিউমার্কেট থানা : মো: রেজাউল ইসলাম মিলন, মো: আবু জাফর সন্তোস, হাজী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, মো: সেলিম ও সোহাগ মজুমদার। তেজগাঁও থানা : জালাল আহমেদ, এল রহমান, মো: জালাল উদ্দিন, মোহাম্মদ আলী, নবী সোলেমান, ইকবাল হোসেন পাটোয়ারী, মো: মোজাহিদুর রহমান ও কুতুব উদ্দিন স্বপন। শিল্পাঞ্চল থানা : রুহুল আমিন ভূঁইয়া জাহাঙ্গীর (সাবেক কমিশনার), মো: শাহ আলম, জাকির খান, গোলাম কিবরিয়া কিরন, নুরুল হুদা নুরু ও হুমায়ুন কবির। শেরেবাংলা নগর থানা : এ বি সিদ্দিক, আনোয়ারুজ্জামান আনোয়ার, মো: শাহ আলম, সিরাজুল ইসলাম, ফখরুল ইসলাম রবিন, মোতাহার হোসেন, হাজী আবুল হাসেম ও আতিকুর রহমান অপু।

বিএনপি সূত্র মতে, এই তালিকা থেকে কমিটি ঘোষণার আগে কিছু সংযোজন-বিয়োজন হতে পারে। তবে মহানগরের বাইরের কাউকে নেতৃত্বে আনার কোনো সম্ভাবনা নেই।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন