কাদের চাপে ইসলামী ব্যাংকে পরিবর্তন, প্রশ্ন মির্জা ফখরুলের

  10-01-2017 01:18AM

পিএনএস ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট কেনো পরিবতর্ন সে বিষয়ে সরকারের ‘সুনির্দিষ্টভাবে জবাব’ চেয়েছেন।
তিনি সরকারকে উদ্দেশ করে বলেছেন, ‘কাদের চাপে ইসলামী ব্যাংকে পরিবর্তন হয়েছে তা জানাতে হবে’।
সোমবার বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনকালে এ জবাব চান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন, বিদেশি ও দেশের চাপে তারা ইসলামী ব্যাংকে পরিবর্তন করেছে। আমরা জানতে চাই, এটা কোন বিদেশ? কাদের চাপে ইসলামী ব্যাংকে পরিবর্তন। এটা জানার অধিকার আছে’।
ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ সম্পর্কে তিনি বলেন, ‘আমি ভালো–মন্দ বলতে চাই না। ইসলামী ব্যাংক এমন কী সমস্যা তৈরি করেছে, যার জন্য তাদের পরিচালনা পর্ষদকে নতুন করে গঠন করতে হবে’।
নাগরিকদের ন্যূন্যতম অধিকারও নেই অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার দেশে দুই ধরনের আইন চালাচ্ছে। তাদের জন্য এক আইন আমাদের সাধারণ নাগরিকদের জন্য আরেক আইন।। ছাত্রদলের জন্য এক আইন, ছাত্রলীগের জন্য আরেক আইন’।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, আতাউর রহমান ঢালী, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন