দৈনিক যুগান্তরে প্রকাশিত রিপোর্টের তীব্র প্রতিবাদ

  10-01-2017 01:35AM

পিএনএস ডেস্ক: দৈনিক যুগান্তরে “জামায়াত নেতাদের নিয়ে স্ত্রীর নানা বাণিজ্য”শিরোনামে আজ ৯ জানুয়ারী প্রকাশিত রিপোর্টের তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াত।
আজ ৯ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, “গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগের জাতীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী খুরশিদ জাহান স্মৃতির সাথে জামায়াতে ইসলামীর কোন নেতার ব্যবসা-বাণিজ্য নেই। কাজেই মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যার সাথে জামায়াত ও ছাত্রশিবিরের কারো জড়িত থাকার প্রশ্নই আসেনা। দৈনিক যুগান্তরের রিপোর্টে খুরশিদ জাহান স্মৃতির বক্তব্যের বরাত দিয়ে বিভ্রান্তিকর অসত্য বক্তব্য ছাপা হয়েছে।
জামায়াত নেতা বলেন, দৈনিক যুগান্তরের রিপোর্টে মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী খুরশিদ জাহান স্মৃতির ঘনিষ্ঠ হিসেবে উল্লেখিত মাসুদুর রহমান ওরফে মিসকিন মুকুলের সাথে জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই। তার জামায়াতের নেতা হওয়ার প্রশ্নই আসেনা। দৈনিক যুগান্তরের রিপোর্টটিতে জামায়াতের কথিত অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখিত ফরিদউদ্দিনের সাথে জামায়াতের কোন ধরনের সম্পর্ক নেই। তার জামায়াতের অর্থের যোগানদাতা হওয়ার প্রশ্ন অবান্তর।
তিনি আর ও বলেন, জামায়াতের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার হীন উদ্দেশ্যেই দৈনিক যুগান্তরে ঐ ব্যক্তিদের একজনকে জামায়াতের নেতা ও অন্যজনকে জামায়াতের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর অসত্য রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য তিনি দৈনিক যুগান্তর পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন