বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাঙালির বিজয় পূর্ণতা লাভ করে : গনি মিয়া বাবুল

  10-01-2017 08:42PM

পিএনএস : বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাঙালির বিজয় পূর্ণতা লাভ করে। স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি অর্জন করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে এই স্বাধীনতা অর্জনের আনন্দ জাতি উপভোগ করে।

এই দিবসটি বাঙালি জাতির ইতিহাস-ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২০১৭ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকাল ৮ টায় সংগঠনের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয় মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় ঢাকার তোপখানা রোডস্থ রেড চিলি রেষ্টুরেন্টের ২য় তলায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এডভোকেট খান চমন-ই-এলাহী, পাঠাগার সম্পাদক মোঃ কামাল হোসেন খান, নির্বাহী সদস্য মোঃ দুলাল মিয়া, মোঃ মাসুদ আলম ও এস এম আজাদ হোসেন, চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বারাকাতউল্লাহ পাটোয়ারী। সাধারণ সদস্য সালাম মাহমুদ, কবি খাদেমুল ইসলাম, জহিরুল হক বশির মোঃ এরশাদ খান, শাহ্ মোঃ আতিক, নাজমুল হুদা পাপ্পু, মোয়াল্লেম আবুল কালাম আজাদ প্রমুখ।

আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন