‘নির্লজ্জতা কোনোদিন শেষ হবে না’

  24-01-2017 07:18AM

পিএনএস ডেস্ক: নতুন নির্বাচন কমিশন নির্বাচনের সুবাতাস ধরে রাখবে সিইসির এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সমালোচনা করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে শহীদ জিয়া আইনজীবী পরিষদ।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবুদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার বক্তব্যের মাধ্যমে আপনি কী বোঝাতে চেয়েছেন? আপনাদের মতো ভোটচোর আবারো আসবে? আপনাদের মতো আবারো ভোট কারচুপি করা হবে? এই ধরনের লোককেই আবারো কমিশনার বানানো হবে? এই বেহায়াপনা ও নির্লজ্জতা কোনোদিন শেষ হবে না।
রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্যই শেখ হাসিনা তার অনুসারীদেরই বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছে। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার তাদের মধ্যে অন্যতম বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবু ইউসুফ সরকার, জাতীয় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম মিরন প্রমুখ।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন