গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি

  24-02-2017 02:46PM




পিএনএস ডেস্ক: জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর সভাপতি ডা. এম এ করিম ও সাধারণ সম্পাদক ব্রিগে. জেনারেল (অব.) এম জাহাঙ্গীর হুসাইন এক যুক্ত বিবৃতিতে বলেন, সরকার দুই দফায় গ্যাসের মূল্য ২৩ শতাংশ বৃদ্ধি করেছে।

অথচ গ্যাস কোম্পানিগুলো মূল্য বৃদ্ধির পূর্বে লাভজনক অবস্থায় ছিল। দফায় দফায় মূল্য বৃদ্ধির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, গাড়ি ভাড়াবাড়ি ভাড়া বৃদ্ধিসহ জনগণের দুর্ভোগ বৃদ্ধি করে চলেছে। এই মূল্য বৃদ্ধি প্রভূ সাম্রাজ্যবাদ ও তার দালালদের অবাধ লুটপাটের ক্ষেত্র সৃষ্টি করছে। নেতৃবৃন্দ মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান এবং তা অবিলম্বে প্রত্যাহার করার দাবী জানান। -প্রেস বিজ্ঞপ্তি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন