‘লীগ’ বা ‘আওয়ামী’ শব্দ নির্ভর করে গড়ে উঠছে অসংখ্য সংগঠন

  25-02-2017 10:59AM


পিএনএস ডেস্ক: ‘লীগ’ বা ‘আওয়ামী’ শব্দ জুড়ে দিয়ে গজিয়ে উঠেছে বেশ কিছু ভুঁইফোড় সংগঠন। সংগঠনগুলোর ব্যানার-পোস্টারে আওয়ামী লীগ কার্যালয়ের ঠিকানাও ব্যবহার করছে তারা। তাদের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজিসহ নানা অনৈতিক কাজের অভিযোগ। এ ঘটনায় দলীয় ব্যবস্থার পাশাপাশি, আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।

শুক্রবার প্রয়াত রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণসভার আয়োজন করে জাতীয় পেশাজীবী লীগ নামের একটি সংগঠন। অতিথি তালিকায় ছিলো আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নামও। অথচ নিজের কার্যালয়ের ঠিকানাই বলতে পারেনি ব্যানার সর্বস্ব সংগঠনটির নেতাকর্মীরা।

আওয়ামী লীগের গঠনতন্ত্রে উল্লেখ আছে, দু’টি ভ্রাতৃপ্রতীম ও ছয়টি সহযোগী সংগঠনের নাম। কিন্তু নামের শেষে লীগ জুড়ে দেয়া সংগঠনের হিসাব কারো কাছেই নেই। আর এসব সংগঠনের বেশিরভাগই ব্যবহার করছে আওয়ামী লীগ কার্যালয়ের ঠিকানা।

কেন্দ্রীয় নেতারা বলছেন, দলের নাম ভাঙিয়ে নানা অনৈতিক কাজ করছে সাইনবোর্ড সর্বস্ব এসব সংগঠন। এদের পেছনে দলের কারো মত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এসব ভুঁইফোড় সংগঠন আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করছে উল্লেখ করে এদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থার নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডিয়াম সদস্য ফারুক খান।

পাশাপাশি নানা অনৈতিক সুবিধা নিয়ে গজিয়ে ওঠা এসব সংগঠনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, জাতীয় শিশু কিশোর লীগ, বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগ, বাংলা আওয়ামী সোনার বাংলা লীগ, জাতীয় রিকসা-ভ্যান শ্রমিক লীগ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ, ঢাকা মহানগর হোটেল এ- রেস্টুরেন্ট শ্রমিক লীগ, বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ, আওয়ামী বাস্তুহারা কল্যাণ সমিতি, বঙ্গবন্ধু সৈনিক লীগ গ্রাফিক্স।

গঠনতন্ত্রে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী কৃষক লীগ, আইনজীবী পরিষদ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ ও তাঁতী লীগ। এছাড়া ভ্রাতৃপ্রতীম সংগঠনের স্বীকৃতি রয়েছে ছাত্রলীগ ও শ্রমিক লীগের। সূত্র: আমাদের সময়

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন