‘এমপিকে চড় মারিনি, পুরো ঘটনাটিই সাংবাদিকদের সাজান’

  26-02-2017 03:07PM



পিএনএস ডেস্ক: টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেনকে চড় ও কিল ঘুষি মারার অভিযোগ উঠার আট দিন পর এ বিষয়ে মুখ খুললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি দাবি করেছেন, যে কথা গণমাধ্যমে এসেছে সেদিন তেমন কিছুই ঘটেনি। পুরো ঘটনাটিই সাংবাদিকদের সাজানো।

রবিবার দুপুরে রাজধানীতে জাতীয় ঈদগাহের সামনে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর অভিযান পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।

গত ১৮ ফেব্রুয়ারি টাঙ্গাইলের যমুনা রিসোর্টে যাত্রাবিরতি করেছিলেন ওবায়দুল কাদের। এ সময় একটি ঘটনার প্রেক্ষিতে সংসদ সদস্য ছানোয়ার হোসেনকে তিনি চড় ও কিল ঘুষি দেন বলে গণমাধ্যমে খবর এসেছে। সংসদ সদস্য ছানোয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকর্মীদেরকে বলেছিলেন, ‘তিনি আমার বড় ভাই। তিনি শাসন করতে পারেন এবং আমাদের আদরও করবেন। তিনি যাওয়ার আগে মাথায় হাত বুলিয়ে আমাকে আদর করেছেন।’

এই ঘটনার খবর প্রকাশ হলে বিরূপ প্রতিক্রিয়ার পর ছানোয়ার অবশ্য আগের অবস্থান থেকে সরে আসেন। তখন তিনি বলেন, ‘মন্ত্রী শুধু নেতা-কর্মীদের ভিড় আর স্লোগানে বিরক্ত হয়ে রাগারাগি করেছেন। যারা মিথ্যে সংবাদ করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’

পরে অবশ্য ছানোয়ার কারও বিরুদ্ধে মামলা করেননি। আর ওবায়দুল কাদেরও এতদিন বিষয়টি নিয়ে চুপ ছিলেন।

আপনার হাতে টাঙ্গাইলের একজন সংসদ সদস্য লাঞ্চিত হয়েছিল অভিযোগ উঠেছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এ ব্যাপারে নো কমেন্টস। সংসদ সদস্যই তো বলে দিয়েছেন সেখানে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ একটি পরিবার। পরিবারের সদস্যদের শাসন করার অধিকার আমার রয়েছে। কিন্তু তার গায়ে হাত দেওয়ার অধিকার আমার নেই। আর সেটা (লাঞ্ছিত হওয়ার ঘটনা) সংসদ সদস্য (ছানোয়ার হোসেন) বলেনি। সেখানে কোনো সাংবাদিক ছিল না। ওটা কোনো আনুষ্ঠানিক সভাও ছিল না। এটাকে সাজিয়ে, গুছিয়ে লেখা হয়েছে। যেখানে সংসদ সদস্য অস্বীকার করেছেন, সেটাকে এতো তেঁতো বানানোর প্রয়োজন ছিল না।’

মন্ত্রী জানান, ফিটনেসহীন গাড়ির বিরুদ্ধে রাজ রাজধানীর তিনটি স্থানে অভিযান চলছে। জাতীয় ঈদগাহের সামনে ছাড়া বাকি দুটি হল জাতীয় প্রেসক্লাব এবং হোটেল রেডিসনের সামনে। জাতীয় ঈদগাহ ও প্রেসক্লাবের সামনে এক ঘণ্টার অভিযানে ২১টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা, পাঁচটি গাড়ি ডাম্পিং এবং চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন