বাংলাদেশ-ভারত সীমান্ত এখন কসাইখানা’

  26-02-2017 04:00PM

পিএনএস ডেস্ক: বাংলাদেশ ও ভারত সীমান্ত এখন কসাইখানায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিশ্বের অনেক ক্ষমতাসীন দেশ সর্ম্পকে বাংলাদেশের প্রধানমন্ত্রী অনেক ঝেড়ে কথা বলেন, কিন্তু যাদের হাতে উনার ক্ষমতার লাগাম রয়েছে সেই সীমান্তবর্তী দেশ তাদের বিরুদ্ধে কিছুই বলেন না, অন্যায়ের বিরুদ্ধেও বলা যাবে না। বরং সেই কসাইখানা টিকিয়ে রাখতে অসংখ্য বাংলাদেশিকে মেরে ফেলা হউক এটা নিশ্চিত করার জন্য তাবেদার এই সরকার কোনো প্রতিবাদ করে না।’

রবিবার (২৬ ফেব্রুয়ারি ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কর্মসূচি যথা সময়ে জানানো হবে মন্তব্য করে রুহুল কবির বলেন, ‘এই সরকার লুটপাটে মরিয়া হয়ে উঠেছে বলেই গণবিরোধী সকল কার্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েছে। তাই গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণার সাথে সাথে এর ব্যাড ইম্পপ্যাক্ট খুবই ষ্পষ্ট হয়ে উঠেছে। দেশের শতকরা সাড়ে ৯৯ ভাগ মানুষ এই ঘোষণা প্রত্যাখান করেছে।’

রিজভী বলেন, ‘দেশের মানুষের নিকট বর্তমান ভোটারবিহীন সরকারের কোন জবাবদিহিতা ও কর্তব্যবোধ নেই বলেই জনগণের ওপর জুলুম চালানো হচ্ছে, জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার। বিএনপির পক্ষ থেকে সরকারের নিকট আহবান জানাতে চাই-গণবিরোধী ও জনস্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে সরে আসুন এবং অবিলম্বে গ্যাস ও বিদ্যূতের মূল্য বৃদ্ধির অমানবিক ঘোষণা থেকে সরে আসুন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর তনয় সজীব ওয়াজেদ জয় মাঝে মাঝে এমনকিছু কথা বলে কৌতুহল সৃষ্টি করেন, যাতে জাতি বিভ্রান্ত হয়, কখনও আবার উপভোগ করে থাকেন। সম্প্রতি তিনি বিএনপিকে সন্ত্রাসী দল বলে মন্তব্য করেছেন। নিশ্চিয়ই কানাডার একটি আদালতের বদৌলতে। আমি শুধু এই টুকু বলবো, সজীব ওয়াজেদ জয়ের সুশিক্ষা থাকলে তিনি কোন প্রতিষ্ঠান থেকে শিক্ষিত আমরা জানি না। কোনো বিষয়ে তিনি গভীরে যান না। তাই তাকে আরও স্টাডি করে কথা বলার জন্য বলবো।’

এক প্রশ্নে জবাবে রুহুল কবির বলেন, বিএনপি জনস্বার্থে সব সময় সোচ্চার থেকেছে, কর্মসূচি দিয়েছে এবং আন্দোলন সংগ্রাম করেছে। কিন্তু বিএনপির লড়াই বর্তমান এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে। যে সরকার রাজনৈতিক ভাষায় নয়, কথা বলে বন্দুকযুদ্ধ, ক্রসফায়ার, মিথ্যা মামলা ও গ্রেফতারের ভাষায়। কাজেই ফ্যাসিবাদের বিরুদ্ধে খালি হাতে লড়াই করা যায় না।

তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী বলেই গণতন্ত্রের বিধি বা শর্ত অবলম্বন করে এই দুঃসময়ে দুঃশাসন মোকাবেলায় জনগণের শক্তিদিয়ে প্রতিরোধ করবে।

সাবেক এই ছাত্র নেতা বলেন, সব কিছুই যখন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে সেহেতু আওয়ামী বিচারনায় বিচার করতেই পারেন। কারণ এখন আদালত গুলো আওয়ামী আদালতে পরিণত করার প্রচেষ্টায় আছে। তবে যদি এদেশে ন্যায়বিচার, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে যারা আজকে রাষ্ট্রশক্তি ব্যবহার করে নির্যাতন নিপিড়ীনের পথ বেচে নিয়েছে তাদের প্রত্যেকের বিচার করা হবে। মুক্তি পাবে নির্যাতিত নিপীড়িতরা।

সারাদেশের সড়ক-মহাসড়কগুলো এখন মৃত্যুর মিছিল ও আতঙ্কে পরিণত হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ‘দিনের পর দিন সড়কে দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেলেও তাতে টনক নড়ছে না সরকারের। গতকালও ঢাকার নয়াবাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সাদিয়া হাসান নামে ২২ বছরের এক মেডিকেল ছাত্রী নিহত হয়েছেন।’

তিনি বলেন, ‘প্রতিদিনই দেশের সড়কে মহাসড়কে ভয়াবহ দূর্ঘটনা সংঘটিত হচ্ছে। বিরোধী দল দমন এবং লুটপাট, দখলবাজী, টেন্ডারবাজীতে ব্যস্ত থাকার কারণে বর্তমান গণবিচ্ছিন্ন ও জবাবদিহিহীন সরকারের সড়ক দূর্ঘটনা সামাল দিতে কোন মাথাব্যথা নেই। গত জানুয়ারী মাসেই সারাদেশে সড়ক দূর্ঘটনায় ৪১৬ জন নিহত এবং এক হাজার ১২ জন আহত হয়েছেন। গত ডিসেম্বরের তুলনায় জানুয়ারীতে সড়ক দূর্ঘটনা বেড়েছে ৬৯টি। সড়ক দূর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার নির্ধারিত লক্ষ্যমাত্রায় বাংলাদেশ সই করলেও সুনির্দিষ্ট কোন কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে না।’

এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রামের বাসভবনের সামনে থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের ১৬ জন নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী অবিলম্বে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার করে শর্তহীন মুক্তির দাবি জানান।

কুমিল্লা সিটি করেপোরেশন নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী সম্পর্কে জানতে চাইলে বিএনপি এই নেতা জানান, নীতিগত সিদ্ধান্ত হয়েছে কুমিল্লার সিটি কপোরেশন নির্বাচনে সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকেই আবার বিএনপি পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে। এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন, খায়রুল কবির খোকন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ব্যারিস্টার কায়সার কামাল, আব্দুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান, কৃষিবিদ শাসুল আলম তোফা, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন