গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কর্মসূচি ঘোষণা

  28-02-2017 03:33PM

পিএনএস ডেস্ক: গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সারা দেশে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বর্তমান সরকারকে ‘গণবিরোধী’ সরকার আখ্যা দিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির ও সরকারের অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে ২ মার্চ বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি।

তবে অবস্থান প্রতিবাদ কর্মসূচি কোথায় পালন করা হবে এবং কর্মসূচির ধরন কি রকম হবে জানতে চাইলে তিনি বলেন, পরবর্তী পর্যায়ে কর্মসূচির চূড়ান্ত প্রস্তুতি আগামীকাল জানানো হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল আউয়াল মিন্টু, আবুল খায়ের ভূইয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাহবুবুর রহমান শামীম, সেলিমুজ্জামান সেলিম, আব্দুল আউয়াল খান, কাজী আবুল বাশার, মো. মুনির হোসেন, আমিনুল ইসলাম, আবু নাসের রহমত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন