আগামী নির্বাচন জাপার ক্ষমতায় যাওয়ার নির্বাচন: এরশাদ

  28-03-2017 07:55AM



পিএনএস ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী নির্বাচন জাতীয় পার্টির (জাপা) ক্ষমতায় যাওয়ার নির্বাচন। এ নির্বাচন জাতীয় পার্টির জন্য অগ্নিপরীক্ষা।

সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাপা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন।

৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে জাতীয় ছাত্র সমাজ।

এরশাদ বলেন, আগামী নির্বাচন আমাদের জন্য অগ্নিপরীক্ষা। এ নির্বাচন ক্ষমতায় যাওয়ার নির্বাচন।

ছাত্র সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের প্রতিটি কেন্দ্র দখলমুক্ত রাখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সেভাবে এখন থেকেই প্রস্তুতি নাও।

দেশে চলমান অবস্থা তুলে ধরে জাপা চেয়ারম্যান বলেন, রাজপথে চলার মতো পরিবেশ নেই। কথা বলার স্বাধীনতা নেই, বাঁচার অধিকার নেই। আমরা এমন দেশ চাই না। অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি আমরা। অনেক প্রতিশ্রুতি দিয়েছি মানুষের কাছে। এটা কী পালন করেত পেরেছি?

তিনি বলেন, আমরা প্রত্যাশা করেছিলাম, শান্তিপূর্ণভাবে দেশ গড়ে উঠবে, দুদিন পর পর শুনি জঙ্গিবাদের উত্থান, মানুষ মরে, গুলিতে আহত হয়। দুদিন ধরে সিলেটে কি হচ্ছে তা আমরা দেখছি। শান্তিপূর্ণ বাংলাদেশ এখন নাই।

বাংলাদেশ এখন সংঘাতের দিকে এগিয়ে চলছে মন্তব্য করে এরশাদ বলেন, এটা আমরা চাইনি, আমরা চেয়েছিলাম সুষ্ঠু গণতন্ত্র, যা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। এখন পরস্পরের প্রতি সহনশীলতা কিংবা কোনো শ্রদ্ধাবোধও নেই।

জাতীয় ছাত্র সমাজের সভাপতি সৈয়দ মো. ইফতেখার আহসান হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিরুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলা, এস এম ফয়সল চিশতি, ফখরুল ঈমাম, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস প্রমুখ।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন