‘বিএনপি জঙ্গিদের সহযোগিতা করছে’

  23-04-2017 12:19AM

পিএনএস ডেস্ক: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘বিএনপি প্রত্যক্ষভাবে জঙ্গিদের সহযোগিতা করছে। এটা তাদের কথাবার্তা ও আচরণের মাধ্যমে প্রকাশ পায়।’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। পুলিশ আলামত নষ্ট করেছিল, হামলাকারী জঙ্গিদের পালিয়ে যেতে সাহায্য করেছিল।’

শনিবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে পেশাজীবী সমন্বয় পরিষদ, সিলেটের উদ্যোগে সন্ত্রাস-জঙ্গিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনা মূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে কামরুল ইসলাম বলেন, ‘একটি বড় রাজনৈতিক দল যখন সন্ত্রাসী দলে পরিণত হয়, তাদের চরিত্র যখন সন্ত্রাসী চরিত্রে পরিণত হয়, তখন দেশের মানুষের ভোগান্তি বাড়ে।’

আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক, শক্তিশালী প্রতিদ্বদ্বিতা হোক। কিন্তু কাউকে তোষামোদ করে নির্বাচনে আনতে চাই না। বিএনপি ২০১৪ সালের মতো আরেকটি আগুন সন্ত্রাস সৃষ্টি করার জন্য গোপনে প্রস্তুতি নিচ্ছে। জনগণ তাদের আবারও প্রত্যাখ্যান করবে।’

তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সব বিভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।


খাদ্যমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের মতো বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইতোমধ্যেই জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। দেশের মানুষ যেভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আইন-শৃঙ্খলা বাহিনী যেভাবে কঠোরভাবে তাদের দমন করছে, এতে জঙ্গিরা এদেশ থেকে নির্মূল হতে বাধ্য।’

তিনি বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। প্রতিটি ক্ষেত্রে আমরা এগিয়ে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করেছেন। ২০৪১ সালের মধ্যেই উন্নত রাষ্ট্র হওয়ার স্বপ্ন দেখছি আমরা। সরকারের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’

পেশাজীবী সমন্বয় পরিষদ সিলেটের সভাপতি ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

সিলেট জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক।

প্রধান বক্তা মিসবাহ উদ্দিন সিরাজ তার বক্তব্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের উদ্দেশে বলেন, ‘আমরা সিলেটের ১৯টি আসন আগামী নির্বাচনে শেখ হাসিনাকে উপহার দিতে কাজ করছি।’

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন