‘শেখ হাসিনাও সাম্প্রদায়িকতার রাজনীতি শুরু করেছেন’

  23-04-2017 06:12AM


পিএনএস ডেস্ক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যেমন জামায়াতকে নিয়ে সাম্প্রদায়িকতার রাজনীতি করছেন ঠিক তেমনিভাবে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাও হেফাজতের সাথে সখ্যতা গড়ে সাম্প্রদায়িকতার রাজনীতি শুরু করেছেন। রাজনীতিতে এখন খালেদার পথেই হাঁটছেন হাসিনাও।’

তিনি বলেন, ‘জামায়াতকে নিয়ে খেলা করছে খালেদা জিয়া। শেখ হাসিনাও তার ভাগ নিতে চেয়েছিল। যার জন্য তিনি এখনো জামায়াতকে নিষিদ্ধ করছেন না। খালেদা জিয়ার সঙ্গে না পেরে এখন আবার তিনি আরেক সাম্প্রদায়িক শক্তি হেফাজতে ইসলামের সাথে সক্ষতা গড়ে তুলেছেন।’

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি ও বাসদের যৌথ আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসিনা পাবলিকের কথা রাখে না, রাখে হেফাজতের কথা- এমন মন্তব্য করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘জনস্বার্থ উপেক্ষা করে সাধারণ পাবলিকের নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম বৃদ্ধি করেছে হাসিনা। সাম্প্রদায়িক অপশক্তি হেফাজতে ইসলামের কথা অনুযায়ী প্রত্যেকটি বইয়ের সিলেবাস সাজিয়েছে হাসিনা। অদূর ভবিষ্যতেই এর ফলাফল হবে মারাত্মক। আজকের তরুণ সমাজ সাম্প্রদায়িক শক্তি হিসেবে গড়ে উঠবে।’

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবীর মূর্তি অপসারণ প্রসঙ্গে সেলিম বলেন, ‘হেফাজতে ইসলামসহ অনেক ইসলামী দল এই ভাস্কর্য সরানোর কথা বলছে। কিন্তু বিভিন্ন দোকানের সামনে যে মূর্তি ঝুলানো থাকে সেগুলো সরানোর কথা বলছে না। কারণ এই সকল ব্যবসায়ীদের সাথে হেফাজতে ইসলাম জড়িত।’

তিনি আরো বলেন, ‘যারা আজকে মূর্তি সরানোর কথা বলছে এরা এক সময় বলবে বঙ্গবন্ধুর মূর্তিও বাংলাদেশের কোথাও থাকবে না।’

খালেদা জিয়ার উদ্দেশ্যে সেলিম বলেন, ‘আপনিও (খালেদা জিয়া) বাঁচবেন না। জনগণ জিয়া ও আপনার ছবিও বাংলাদেশের কোথাও থাকতে দিবে না।’

সমাবেশে আরো বক্তব্য রাখেন- বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স, রাজেকুজ্জামান রতন ও ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার প্রমুখ।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন