‘বিএনপি নেতারা দিতে নয়, চুলকাইতে আসে’

  25-04-2017 11:03PM


পিএনএস, নেত্রকোনা: বিএনপি নেতারা দিতে নয়, চুলকাইতে আসে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মঙ্গলবার নেত্রকোনার বারহাট্টা ও মদন উপজেলায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি কোনো কাজ করে না উল্লেখ করে ত্রাণ মন্ত্রী বলেন, কয়েকদিন আগে এখানে বিএনপির মহাসচিব এসেছিলেন শুনেছিলাম। উনারা তো দেয়ার জন্য আসে না। আসে চুলকাইতে। তারা মানুষের পাশে থাকে না। মানুষ যেন আরো কষ্ট করে সেই ব্যবস্থা তারা করে।

তিনি বলেন, এই অঞ্চলের কৃষকরা নিঃস্ব হয়ে পড়েছে। তাদের পাশে আমাদের সরকার রয়েছে। শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। কৃষক বান্ধব সরকার। আমরা ৩ লক্ষ ৩০ হাজার পরিবারকে প্রতিমাসে ৩০ কেজি করে চাল এবং নগদ ৫০০ করে টাকা বিনামূলে বিতরণ করবো। কৃষি ঋণ সুদ এক বছর স্থগিত করা হয়েছে। এনজিও ভাইদরেকেও আহ্বান জানাই, আপনারা কৃষক ভাইদরেকে কষ্ট দেবেন না।

এ সময় আরো উপস্থিত ছিলেন সদর-বারহাট্টা আসনের সংসদ সদস্য ও যুব ক্রীড়া বিষয়ক উপমন্ত্রী আরিফ খান জয়, খালিয়াজুরী-মদন মোহনগঞ্জ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন, ত্রাণ মন্ত্রনালয়ের সচিব শাহ কামাল প্রমুখ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন