‘তিস্তা ইস্যুতে মমতা নয়, মোদিই ভরসা`

  27-04-2017 04:28PM

পিএনএস ডেস্ক: মমতা নয় তিস্তা ইস্যুতে মোদিই ভরসা। ভারতের জলপাইগুড়ির মেটেলিতে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমন মন্তব্য করেছেন।

এরশাদের মেয়ের জামাই তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি। তাকে পাশে বসিয়েই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে দু’কথা শুনিয়ে দিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ।

স্পষ্ট করেই এরশাদ জানালেন, তিস্তার জলের জন্য মমতার ওপর তার বিন্দুমাত্র ভরসা নেই। তিস্তা নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেই যাবেন।

বুধবার বিকেলে বাতাবাড়িতে যান এরশাদ। জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি নুরজাহান বেগম ও জামাই রেজাউল বাকিকে পাশে বসিয়ে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন তিনি।

এরশাদ বলেন, ‘পশ্চিমবঙ্গ গজলডোবায় বাঁধ দিয়ে তিস্তার সব জল আটকে রাখা হয়েছে। আমাদের চাষীরা পানির জন্য মরছে। অথচ মমতার মন গলে না। মমতার সঙ্গে আর এ নিয়ে কোনও কথা বলব না। যা কথা হবে মোদির সঙ্গে। তিনি আমাদের তিস্তার ব্যাপারে আস্বস্ত করেছেন।’


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন