খালেদার কার্যালয়ে তল্লাশিতে জাসাসের নিন্দা ও তীব্র প্রতিবাদ

  21-05-2017 05:15PM

পিএনএস ডেস্ক : গতকাল ভোর ৭টা ২০ মিনিট থেকে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে হয়রানিমূলক পুলিশি তল্লাশির প্রতিবাদে নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, বিএনপি’র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সভাপতি ড. মামুন আহমেদ, সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান, সাংগঠনিক সম্পাদক অভিনেতা চৌধুরী মাজহার আলী শিবা শানু প্রমুখ।

নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, দেশের মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি যখন সহায়ক সরকার গঠনের মাধ্যমে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়ে আসছে এবং দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ভিশন ২০৩০ ঘোষণা করছে ঠিক সে সময়ে বিএনপি চেয়ারপার্সন এর গুলশান কার্যালয়ে এই ধরনের দুরভিসন্ধিমূলক আচরণ অশুভ চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। নেতৃবৃন্দ এহেন ঘটনায় গভীর নিন্দা এবং তীব্র প্রতিবাদ প্রকাশ করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন